নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
পরীক্ষা হলে মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা ছিঁড়ে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে।অভিযুক্ত শিক্ষিকার ভূমিকায়,পরীক্ষা কেন্দ্রের বাইরে ব্যাপক ক্ষোভ অবিভাবকদের।বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।তবে পরীক্ষার ছেঁড়া খাতাটি মেরামত করে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি প্রধান শিক্ষিকার।
জানাগেছে, বালুরঘাট গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী সুপ্রীতি সরকার।
আরও পড়ুনঃ নিখোঁজ দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
ছাত্রীটির পরীক্ষার সিট পরেছে বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে।এদিন অংক পরীক্ষা ছিলো। অভিযোগ,বেল পরার পর গার্ডে থাকা পরীক্ষক খাতা সংগ্রহ করতে শুরু করেন।তিনি পর পর খাতা না নিয়ে সুপ্রীতির খাতাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।সে সময় ওই খাতাটি মাঝখান থেকে দুই ফালা হয়ে যায়।আংশিক জোড়া লেগে থাকা খাতাটি নিয়ে চলে যান অভিযুক্ত শিক্ষিকা প্রমীলা সরকার।ঘটনায় ছাত্রীটির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করে অন্যান্য ছাত্রীরা।
বিষয়টি জানানো হয় অবিভাবকদের। এরপরেই স্কুলের বাইরে ও ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে সমস্ত অবিভাবকরা।ঘটনাস্থলে আসে ডিএসপি সহ বালুরঘাট থানার পুলিশ। ছুটে যান বালুরঘাটের প্রধান কেন্দ্রের ইনচার্জ নারায়ন কুন্ডু। তিনি স্কুলের প্রধান শিক্ষিকা ও ছাত্রীটির পরিবারের সাথে কথা বলেন।খাতাটি যাতে মূল্যায়ন করা হয়,তার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগে কথা বলবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584