নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত খড়িবেড়িয়ায় ৬০নং জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় প্রাণ হারালো শুভঙ্কর ভূঁইয়া (১৫) নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী।
আরও পড়ুনঃ পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় নিহত মাধ্যমিক পরীক্ষার্থী
দুর্ঘটনায় আহত হয়েছে অর্জুন ভূঁইয়া(১৬),কৃষ্ণা ভূঁইয়া ও উর্মিলা ভূঁইয়া নামে তিন মাধ্যমিক পরীক্ষার্থী।জানা গিয়েছে তেতুলমুড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের মাধ্যমিক পরীক্ষার্থীরা মকরামপুর হাই স্কুল থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল সে সময় ইঁট বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে মারুতি ভ্যানটি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি গাড়ির সংঘর্ষের পরেই পলাতক গাড়ির চালক। আহতদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে।জানা গিয়েছে দুর্ঘটনার সময় মোট ১০ জন মাধ্যমিক পরীক্ষার্থী ফিরছিল পরীক্ষা দিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584