নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহামারি ভাইরাসের মোকাবিলায় রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেজন্য মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট বিতরণের দিন বদল করল মধ্যশিক্ষা পর্ষদ।বুধবার এবং শুক্রবার স্কুলগুলি থেকে তা পরীক্ষার্থীদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে, গত সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হয় ৷
করোনার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে প্রতি সপ্তাহে দু’দিন রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে। তার জেরে মার্কশীট ও সার্টিফিকেট বিতরণের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পর্ষদ।
আরও পড়ুনঃ এবছর আসন সংখ্যা বাড়ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বৃহস্পতিবারের বদলে বুধবার ও শুক্রবার তা বিলি করা হবে।সেই সমস্ত নির্দেশ মেনে বুধবার পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন স্কুলে সামাজিক দূরত্ব বজায় রেখে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ মসজিদে নয় ইদ জামাত, সন্মতি ইমামদের
তার আগে স্কুলগুলিতে জীবানুমুক্ত করণের কাজ করা হয় পৌরসভার তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584