লকডাউনের জেরে মাধ্যমিকের মার্কশিট বিলির দিনবদল মধ্যশিক্ষা পর্ষদের

0
70

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে লকডাউন ঘোষিত হয়ে যাওয়ায় জরুরি পরিস্থিতিতে মাধ্যমিকের মার্কশিট বিলির দিন বদল করল মধ্যশিক্ষা পর্ষদ। আগে ঘোষণা করা হয়েছিল, আগামী ২২ ও ২৩ জুলাই মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে। কিন্তু বৃহস্পতিবার গোটা রাজ্যে লকডাউন ঘোষণা থাকায় ২২ জুলাই এবং ২৪ জুলাই মার্কশিট বিতরণ করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Result | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, প্রত্যেক বারই মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশের পরই রেজাল্ট দেওয়া হত ছাত্রছাত্রীদের। এবারও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী ২২ ও ২৩ তারিখে রাজ্যে মোট ৫০টি ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ওই দু’দিন সকাল ১০টা থেকে শুরু হবে মার্কশিট বিতরণের কাজ।

notice | newsfront.co

তবে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া হবে না। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবকরা। ১৫ জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ হলেও করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকার কারণে ভাল ভাবে স্যানিটাইজ করার পরেই স্কুল খুলে মার্কশিট বিতরণ করার কথা জানিয়েছিল পর্ষদ।

আরও পড়ুনঃ ভয়ের কিছু নেই, মাত্র ৫% রোগী আশঙ্কাজনকঃ মুখ্যমন্ত্রী

কিন্তু সোমবারই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। তাই এই সময় পিছিয়ে ২৩ জুলাই এর বদলে ২৪ জুলাই করা হয়েছে। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে মার্কশিট বিতরণ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here