মনিরুল হক, কোচবিহারঃ
রাত পোহালেই মাধ্যমিক। তার প্রস্তুতি তুঙ্গে। ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা এই মাধ্যমিক। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা যা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।
ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রগুলিতে সিট নম্বর লাগানোর কাজ শুরু হয়ে গেছে। এবারে কোচবিহার জেলায় মোট পরীক্ষার্থী ৩৮,৭৭১ জন।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের সহায়তায় যান্ত্রিকভাবে ধান চাষের সূচনা হেমতাবাদে
এর মধ্যে ছাত্রীর সংখ্যা ২২,৮৩৫, ছাত্রের সংখ্যা- ১৫,৮৯৬। মোট ১২৭ টি পরীক্ষা কেন্দ্রের এই পরীক্ষা চলবে। এই পরীক্ষা পরিচালনার জন্য ৩২ টি মূল কেন্দ্র তৈরি করা হয়েছে বলে জানান মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির কোচবিহার জেলা আহ্বায়ক মিঠুন বৈশ্য।
তিনি বলেন, সুষ্ঠু ভাবে পরীক্ষাকে সম্পূর্ণ করতে সব দিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরিবাহন, স্বাস্থ্য, নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রেও বিশেষ নজর দাওয়া হবে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584