নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ। তাই আপাতত অনলাইনে মাধ্যমিকের ফল প্রকাশ করে মার্কশিট পরে দেওয়া যায় কি না, এই প্রস্তাব নিয়েই সোমবার মধ্যশিক্ষা পর্ষদে আলোচনা হয়েছে। রাজ্যের একাধিক প্রধান শিক্ষকের কাছ থেকে পর্ষদ এ বিষয়ে মতামত চেয়েছিল। আপাতত অনলাইনে মাধ্যমিকের ভার্চুয়াল ফলপ্রকাশ করার প্রস্তাবই উঠে এসেছে প্রধান শিক্ষকদের মতামতে।

পরে অর্থাৎ ১৫ আগস্টের পর স্কুল খুললে ছাত্রছাত্রীদের মধ্যে মার্কশিট বিতরণ করা হোক। তবে মিড ডে মিলের ধাঁচে অভিভাবকদের হাতে আপাতত মার্কশিট তুলে দেওয়ার প্রস্তাবও সোমবারের আলোচনায় উঠে এসেছে। যদিও এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমান নিয়মানুযায়ী অনলাইনে ফলপ্রকাশের দিনই স্কুল থেকে মার্কশিট পেয়ে যায় পরীক্ষার্থীরা।
আরও পড়ুনঃ রাজ্যে নথিপত্র স্ক্যানের জন্য নতুন অ্যাপ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ঘোষণা টলিউডের জন্যও
তবে ভার্চুয়াল ফলপ্রকাশ হলে সেক্ষেত্রে মার্কশিট পাওয়ার জন্য স্কুল খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁদের। বৈঠকে উপস্থিত শিক্ষক তথা পর্ষদের অ্যাডহক কমিটির সদস্য দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, অনলাইনে মাধ্যমিকের ফলপ্রকাশ হলে ছাত্রছাত্রীরা দুশ্চিন্তা মুক্ত হবে।
তাই পরীক্ষার্থীদের কথা ভেবেই সোমবারের আলোচনায় এই প্রস্তাব উঠেছে। পর্ষদের তরফে এই প্রস্তাব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যাবে। মাধ্যমিকের ভার্চুয়াল ফলপ্রকাশের বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584