ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
‘অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট’ অনুযায়ী প্রশাসনিক কাজে ব্যবহার করতে হবে ইংরাজি ভাষা, কেন্দ্রকে নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অহিন্দিভাষী রাজ্যগুলির অনেকদিনের অভিযোগ যে, কেন্দ্র মুলত আঞ্চলিক ভাষা গুলির ওপরে হিন্দি আধিপত্য চাপিয়ে দিতে চায়। কেন্দ্রের সেই চেষ্টা ফলপ্রসূ হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ালো মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশ।
এই বিষয়টি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেন, তামিলনাডুর সিপিআইএম সাংসদ সু ভেঙ্কটেশন। তিনি কেন্দ্রকে একটি চিঠি দেন ইংরাজিতে। কেন্দ্র সেই চিঠির উত্তর দেয় হিন্দিতে। উত্তরে সাংসদ কেন্দ্রকে আবার লেখেন যে, তিনি হিন্দি পড়তে বা বুঝতে পারেন না, কেন্দ্র যেন তাঁর চিঠির উত্তর ইংরাজিতে দেয়। পাশাপাশি তিনি মামলা দায়ের করেন হাইকোর্টে।
আরও পড়ুনঃ কাজই করছে না ই-ফাইলিং পোর্টাল, ইনফোসিস কর্তাকে সমন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের
সেই মামলার রায়ে বিচারপতি কিরুবাকারণ ও বিচারপতি এম দুয়ারস্বামীর বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে ইংরাজিতে লেখা কোন প্রস্তাবের উত্তর ইংরাজিতেই দিতে হবে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584