হরষিত সিংহ,মালদা ১০ জানুয়ারি :-পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সারা ভারতে মডেল।মালদায় এসে এরকমই মন্তব্য করলেন রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন।
বুধবার মালদা মডেল মাদ্রাসায় একটি প্রশাসনিক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন, রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন, সম্পাদক রেজানুল করিম তরফদার, এম কে ফারহাদ, অতিরিক্ত জেলা শাসক মলয় মুখোপাধ্যায় সহ জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রধান শিক্ষক ও অন্যান্য অতিথিরা।
জেলা সহ পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই কর্মশালায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চেষ্টায় রাজ্যে উন্নত হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জেলায় তৈরি হয়েছে, ইংরেজী মাধ্যম মাদ্রাসা। আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে বলে দাবি, সভাপতি আবু তাহের কামরুদ্দিনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584