কবিউল ইসলাম, কলকাতা :
মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি ডঃ সেখ আবু তাহের কামরুদ্দিনকে সম্বর্ধনা ও সৌজন্য সাক্ষাত করেন মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি দল । প্রতিনিধি দলে উপস্হিত ছিলেন রাজ্যে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকগন।
এদিন দুপুর ১২ টায় মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতির অফিসে ফুল,মিষ্টিসহ কিছু উপহার দিয়ে সম্বর্ধিত করেন সংগঠনের রাজ্য সভাপতি রফিকুল ইসলাম ।
প্রতিনিধি দল পর্ষদ সভাপতি সঙ্গে নিম্নোক্ত বিষয় নিয়ে আলোচনা করেন:-
♢ মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ।
♢নিরপেক্ষ ভাবে ডিএলএলসি সদস্য নির্বাচন ।
♢পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথেই বই প্রদানসহ প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।
মাদ্রাসা পর্ষদের সভাপতি ডঃ সেখ আবু তাহের কামরুদ্দিন বলেন, “মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞান সম্মত ও আধুনিকতা করতে আমরা বদ্ধ পরিকর”।সমিতি রাজ্য সম্পাদক সৈয়দ সাফাকাত হোসেন দাবী করেন মুর্শিদাবাদ,মালদা,বর্ধমান,হুগলি,হাওড়া,মেদিনীপুর, চব্বিশ পরগনায় বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা হাজির ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584