রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের কাঞ্চন উৎসবের শুরু হলো কাঞ্চন নগরের কঙ্কালেশ্বরী কালি মন্দিরের মাঠে। এই উৎসব উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।এই উৎসবের প্রধান অতিথি ছিলেন হিন্দি চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী মাধুরী দীক্ষিত,রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত,রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র,বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি,সাংসদ মমতাজ সংঘমিত্রা,পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী,পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী,বিধায়ক রবীরঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুনঃ মালদহে দুই দিন ব্যাপী উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা
কাঞ্চন উৎসবের সভাপতি তথা বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর খোকন দাস জানান এবারের কাঞ্চন উৎসব ১১ তম বৎসরের পদার্পন করলো।উৎসবে প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।কাঞ্চন উৎসবকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যে প্রশাসনের কঠোর নিরাপত্তা রয়েছে।কাঞ্চন উৎসব চলবে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584