সাময়িক পত্রিকা ‘অনুভূতির কথায়’ কৃষ্টিগত সংখ্যা প্রকাশ এবং সংবর্ধনা

0
128

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল ‘অনুভূতির কথায়’ কৃষ্টিগত সাময়িকী ৩য় বর্ষের সংখ্যা। মুর্শিদাবাদ জেলার ন‌ওদা ব্লকের প্রত্যন্ত গ্রাম ঝাউবনা থেকে রবিবার এই বাৎসরিক সাময়িকীটি প্রকাশ করেন কবি হামিম হোসেন মণ্ডল ওরফে বুলবুল।

Greetings
নিজস্ব চিত্র

উল্লেখ্য ২০১৯ সালে মুদ্রিত আকারে প্রথম সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল কলকাতায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। প্রকাশ করেছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি বরুণ চক্রবর্তী। কোভিড বিধির সরকারি নির্দেশিকা মেনেই রবিবার হরিহরপাড়ায় স্বল্প আয়োজনে মাইক ছাড়াই ঘরোয়া পরিবেশে এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে ‘অনুভূতির কথায়’।

উদ্বোধনী সংগীত পরিবেশনের পরে সদ্য প্রয়াত ‘আবার এসেছি ফিরে’ পত্রিকার সম্পাদক এবাদুল হক, ‘দ্বাদশাঞ্জলী’ পত্রিকার সম্পাদক নরুল ইসলাম, ‘অন্য শাব্দিক’ পত্রিকার সম্পাদক নুরুল আমিন বিশ্বাস এবং সমাজসেবক এ আর খানের বিদেয়ি আত্মার শান্তি কামনায় নীরবতা পালনের মধ্যে দিয়ে তাদেরকে স্মরণ করা হয়।

আরও পড়ুনঃ দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় টিকাকরণের নয়া ব্যবস্থা

এই প্রথম ‘অনুভূতির কথায়’-এর পক্ষ থেকে গল্পকার হিসেবে ‘সম্মাননা পত্র’ এবং ‘অনুভূতির নির্যাস’ পুরস্কার তুলে দেওয়া হয় তরুণ চিকিৎসক আবু তাহেরের হাতে। সাময়িকীর সম্পাদক হামিম হোসেন মণ্ডল জানান, ‘এখনো সরকারি বিধি নিষেধ থাকায় তা মেনেই এই আয়োজন করা হয়েছে। তাই ‘অনুভূতির কথায়’ সবকটি সংখ্যাতে যাঁরা কলম ধরেছেন তাঁদের মধ্যে থেকে জেলার এবং কাছাকাছি হিসেবে সম্মাননা ও পুরস্কারের জন্য মূল্যায়ণের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। ‘অনুভূতির কথায়’-এর তরফ থেকে এটাই প্রথম সম্মাননা জ্ঞাপন ও পুরস্কার প্রদান।’

আরও পড়ুনঃ ভরতপুর সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ এবং সংগীত পরিবেশনা করা হয়। স্বরচিত গল্প পাঠ করেন সাহ্‌নাওয়াও বিশ্বাস। এক‌ই মঞ্চে অতিথিদের বক্তব্য রাখার পর উদ্বোধন করা হয় মুহাম্মদ জিকরাউল হকের সম্পাদনায় ‘পাস‌ওয়ার্ড’ নামক ষান্মাসিক সাহিত্য পত্রিকার ইদ সংখ্যা। সমবেত কণ্ঠে ‘এই পৃথিবীর থেকে এ আকাশ বড়’ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

অতিথি ছিলেন রুকুনপুর উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক ও গল্পকার মুহাম্মদ জিকরাউল হক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংগঠক সৈয়দ শীষমহাম্মদ, আহ্বায়ক ছিলেন সংগীত শিক্ষক আমেদ আলী। উপস্থিত ছিলেন সাময়িকীর উপদেষ্টা ও আয়োজক গোষ্ঠীর সভাপতি হাবিবা খাতুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকাশবানী মুর্শিদাবাদের শ্রুতি অনুষ্ঠানের সঞ্চালক ও গল্পকার সৌরভ হোসেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here