‘ম্যাজিক’-এর শুভ মহরৎ সম্পন্ন, শুটিং শুরু ৬ অগাস্ট

0
196

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Magic | newsfront.co

পরিচালক রাজা চন্দ’র আগামী ছবি ‘ম্যাজিক’। ছবির শুভ মহরৎ হয়ে গেল আজ। হাজির ছিলেন পরিচালক রাজা চন্দ, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন এবং অভিনেত্রী পিয়ান, প্রযোজক সুমন সেনগুপ্ত- সহ আরও অনেকে। ৬ অগাস্ট থেকে শুরু হবে ছবির শুটিং।

magic movie | newsfront.co

এখানে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনকে দেখা যাবে দুই ডিজাইনারের ভূমিকায়। অঙ্কুশ অর্থাৎ ইন্দ্রজিৎ অবশ্য একজন দক্ষ ম্যাজিশিয়ান। সে স্টেজ পারফরম্যান্সও করে। পাশাপাশি সে দারুণ কথাও বলে। তার কথাতেও আছে ম্যাজিক। আর সেই কথার ম্যাজিকেই বশীভূত হয় ঐন্দ্রিলা অর্থাৎ কৃতী।

Magic team | newsfront.co

আরও পড়ুনঃ বন্ধু দিবসে হাজির অদিতি মুন্সির কণ্ঠে ভাটিয়ালি ‘সোনা বন্ধুরে’

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার, বিদীপ্তা চক্রবর্তী, পিয়ান সরকার প্রমুখ। সঙ্গীতের দিক সামলাচ্ছেন স্যাভি এবং ডাব্বু। চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক এবং রাজা চন্দ। ঐন্দ্রিলা-অঙ্কুশের রিয়েল লাইফ জুটি রিলে কেমন কামাল দেখায় সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here