নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দল বিরোধী কাজ করায় জলঙ্গীর সাদিখাঁরদেয়াড় গ্রাম পঞ্চায়েত প্রধান রাশেদা বিবিকে অপসারণের প্রস্তাবের ওপর ভোট সম্পন্ন হয়। তারপর ১৫৪৩(৫) স্মারক সংখ্যা নির্দেশ অনুসারে জলঙ্গি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিদায়ী প্রধান রাশেদা বিবিকে ৩ দিনের মধ্যে প্রধানের দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দেয় উপ-প্রধান মাহাবুল ইসলামকে।
ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককের নির্দেশ অমান্য করেন বিদায়ী প্রধান রাশিদা বিবি। সেই নির্দেশ অমান্য করায় ১৬৩৬(৫) স্মারক সংখ্যা নির্দেশ অনুসারে আজ সরাসরি সাদিখাঁরদেয়াড় গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মাহাবুল ইসলাম দায়িত্ব পেলেন।
আরও পড়ুনঃ পদত্যাগ করলেন মুর্শিদাবাদের যুব তৃণমূল সভাপতি ইমতিয়াজ কবীর
ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পাওয়ার পর মাহাবুল ইসলাম জানিয়েছেন, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ও অপসারণের প্রক্রিয়া চলার কারণে বেশ কিছুদিন হয়রানির স্বীকার হয়েছে সাধারণ মানুষ। তবে আজ থেকে অনেকেই স্বস্তিতে থাকবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, আজ থেকে আমার আয়ত্তের মধ্যে যে সমস্ত কাজ থাকবে সেগুলো সম্পূর্ণরূপে করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584