শ্যামল রায়,নদীয়াঃ
রাজ্যের কারামন্ত্রী তথা নদীয়া জেলার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের এক বক্তব্য ঘিরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির জেলা সম্পাদক মহাদেব সরকার। মহাদেব সরকারের অভিযোগ কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রকাশ্য জনসভায় প্রাণনাশের হুমকি দিয়েছেন।
এবং বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারিয়ে নানান ধরনের অসংলগ্ন কথাবার্তার কথা বলেছেন কারামন্ত্রী এমনটাই অভিযোগ বিজেপির জেলা সম্পাদক মহাদেব সরকারের। একদিকে তৃণমূলের বিধায়ক অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক একটি বক্তব্যকে ঘিরে জেলা জুড়ে তোলপাড়। বক্তব্য রেস বোঝানো ধুবুলিয়া থানা পর্যন্ত।
বিজেপি নেতাদের অভিযোগ রাজ্যে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শাসকদল ব্যাপক সন্ত্রাস করেও বিজেপিকে হটাতে পারেনি। জেলার বিভিন্ন জায়গায় বিজেপি ভালো ফলাফল করেছে তাই তৃণমূলের সন্ত্রাস অব্যাহত রয়েছে। তৃণমূল নেতারা বিজেপিকে ভয় পেয়ে মেজাজ হারিয়ে প্রকাশ্যে জনসভাতেই অসংলগ্ন কথাবার্তা বলে আক্রমণ করছে।
যদিও কারামন্ত্রী তথা কৃষ্ণনগরের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন বিজেপির নেতাদের অপপ্রচার এবং কুৎসা। তিনি এমন কোনো কথা বলেননি যা কিনা অসংলগ্ন। বিজেপি মানুষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং সরকারের উন্নয়ন কে স্তব্ধ করে দিতে চক্রান্ত করছে বলে উজ্জ্বল বিশ্বাস অভিযোগ করেছেন।
তাই দুই নেতার রাজনৈতিক বক্তব্য ঘিরে তোলপাড় জেলায়। পৌঁছলো থানা পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584