সুদীপ কুমার খাঁড়া, নিউজফ্রন্ট:
মুক্তাঙ্কন হোক দৃশ্যসুখ-মহালয়ার দিন সকালে কলাকাতার রাজপথকে মাইলের পর মাইল আল্পনা এঁকে যেভাবে সাজিয়ে তুলেছিলেন কলকাতার নামীদামি শিল্পীরা অনেকটা তেমনি ভাবে মহালয়ার দিন সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের হিজলী টাইটেল ক্যানেলের উপর অবস্থিত ঐতিহাসিক সেতুর দুধার নানা রকম আঁকিবুঁকিতে ভরিয়ে তুলল কচিকাঁচারা।
সেতুর দেওয়ালে তারা রং তুলি দিয়ে ফুটিয়ে তুলল নানা পরিবেশ সচেতনা ও সমাজ সচেতনতার বার্তা। আর কচিকাঁচাদের ঘন্টা তিনেকের এই কান্ডকারখানা প্রতক্ষ্য করলেন পথ চলতি কয়েক হাজার মানুষ ।
মহিষাদল বিশ্বকলা কেন্দ্র ও মহিষাদল বুলেটস এর যৌথ উদ্যোগে খোলা আকাশের নীচে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত হলো “মুক্তাঙ্কন হোক দৃশ্যসুখ” কর্মসূচী।
গোটা বিষয়টি সুচারু রূপে তত্বাবধান করলেন বিশিষ্ট বাচিক ও চিত্রশিল্পী মহিষাদল বিশ্ব কলা কেন্দ্রের কর্ণাধার বিশ্বনাথ গোস্বামী । বিশ্বনাথ বাবু জানান ,আমরা অনেকে নানা ভাবে পথঘাট নোংরা করি,তাতে পরিবেশ দূষণ বাড়ে আবার দৃশ্যদূষণও হয়,তাই মানুষকে পরিবেশ সচেতন করতে এই কর্মসূচী। পরে মহিষাদল রাজ হাইস্কুল প্রাঙ্গনে একটি অংকন কর্মশালা অনুষ্ঠিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584