আলিপুরদুয়ার থেকে চালু হল নয়াদিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস

0
123

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লি পর্যন্ত চালু হল মহানন্দা এক্সপ্রেস।

সোমবার সকাল ৯ টা ২৫ মিনিটে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে এই ট্রেন যাত্রা করে। এদিন মহানন্দা এক্সপ্রেসের যাত্রা শুরুর সময় স্টেশনে উপস্থিত ছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম কে এস জৈন সহ অন্যান্য রেল আধিকারিকরা।

mahananda express | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ডি আর এম -কে এস জৈন বলেন, ‘বেশ কিছু স্পেশাল ট্রেন চলতে শুরু করেছে। আমরা উপযুক্ত নিরাপত্তা নিয়ে এই সব ট্রেন চালাতে শুরু করেছি। সকলের যাত্রা শুভ হোক।’

জানা গেছে, সংক্রমণ থেকে সুরক্ষার জন্য আলিপুরদুয়ার ডিভিশনের প্রত্যেক টিকেট পরিদর্শককে ফেস শিল্ড, হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং ইনফ্রারেড থার্মোমিটার দেওয়া হয়েছে। যাত্রীদের প্রতি আবেদন রাখা হয়েছে কনফার্ম টিকেট থাকলেই স্টেশনে আসার।

আরও পড়ুনঃ কচিকাচাদের সঙ্গে খোশমেজাজে প্রাক্তন ভাইস চেয়ারম্যান

যাত্রা শুরুর কমপক্ষে ৯০ মিনিট আগে স্টেশনে আসার কথা বলা হয়েছে। আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে ডাউনলোড করে রাখা , মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখা, সরকারের জারী করা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা, নিজের বিছানা, চাদর সঙ্গে নিয়ে আসা, যাত্রার সময় যথেষ্ট পরিমাণে খাবার নিজের কাছে রাখা সহ বিভিন্ন আবেদন রেখেছে রেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here