মহানন্দাকে আবর্জনা মুক্ত করতে উদ্যোগ

0
71

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনেই বিধাননগরে পালিত হয়েছে ছট পূজা। তবে ছটপূজা কেটে গিয়েছে বেশ কয়েকদিন হল। তাসত্ত্বেও নদীর আশে পাশে পড়ে রয়েছে নোংরা আবর্জনা। আর শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের একটিমাত্র বড় নদী মহানন্দা নদী।আর সেই নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এগিয়ে এল একদল তরুণ তরুণী।

কলাগাছ সরানো হচ্ছে। নিজস্ব চিত্র

এদিন সকালে তারা মহানন্দা নদীর পাশে পড়ে থাকা কলা গাছ,প্লাস্টিকের প্যাকেট সহ বিভিন্ন নোংরা আবর্জনা পরিষ্কার করেন।এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস,সমাজ কর্মী মিন্টু দাস আরও অনেক সমাজ কর্মীরা।সেই তরুণ তরুণীদের মধ্যে মুক্তি দাস বলেন যে “আমরা দেখি প্রতি বছর ছট পূজার সময় পর নদীর পাশে কলা গাছ, প্লাস্টিকের বিভিন্ন আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। এবং এই সব আবর্জনা যদি দীর্ঘদিন এইভাবেই থেকে যায় তাহলে পরিবেশ দূষণের কারন হয়ে দাঁড়াবে। এর পাশাপাশি আমরা যারা আসে পাশে বসবাস করি তাদের প্রতিনিয়ত নদীতে আসতে হয় দৈনন্দিন কাজে।তাই আমাদের কর্তব্যের মধ্যে এই পরিষ্কার করা। এর জন্য আমরা সকলে উদ্যোগ নিয়ে এদিন পরিষ্কার করা হল এবং আমরা সকলে বার্তা দিতে চাই যে তারও এই ভাবে এগিয়ে আসুন।”

আরও পড়ুনঃ ঘোষ বাড়ির ২৬৬ বছরের জাঁকজমকপূর্ণ জগদ্ধাত্রী পূজা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here