মহানায়ক উত্তমকুমারকে নিয়ে দুই সম্পাদকের প্রচেষ্টায় কলেজ স্ট্রিটে পত্রিকা প্রকাশ

0
371

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

সম্প্রতি কলকাতার কলেজ স্ট্রিটের পাতাবাহার আউটলেটে কল্লোল চক্রবর্তী ও সৈকত ভট্টাচার্য সম্পাদিত বাংলা চলচিত্রের গৌরবজ্জ্বল ইতিহাসের নিরন্তর চর্চায় নিয়োজিত একটি অসাধারণ প্রয়াস “উত্তমকুমার ও স্বর্ণযুগ”। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেল এই পত্রিকা।

uttam kumar | newsfront.co
প্রচ্ছদ। ফাইল চিত্র

“উত্তমকুমার ও স্বর্ণযুগ” পত্রিকার উদ্বোধক ছিলেন কলকাতার মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রাক্তন প্রধাণ। তিনি ছিলেন মহানায়কের সহ-শিল্পী ডঃ শংকর ঘোষ।

পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে মূলবক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডঃ শংকর ঘোষ। তিনি বলেন, কল্লোল চক্রবর্তী এবং সৈকত ভট্টাচার্য যে দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। স্বর্ণযুগ পত্রিকার প্রথম বার্ষিক সংখ্যায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে অনেক অজানা তথ্য পাঠককুল জানতে পারবেন– আমার দৃঢ় বিশ্বাস।
১২১ পৃষ্ঠার এই গ্রন্থে মহানায়কের অভিনয়ের নানান অজানা তথ্য পাঠককুলকে সমৃদ্ধ করেছে।

uttam kumar | newsfront.co
সমকালীন অন্যান্য অভিনেতাদেরও কারনামা জানা যাবে এই বইয়ে। ফাইল চিত্র

আরও পড়ুনঃ সাহিত্যকে ভিত্তি করে বড়পর্দায় আসছে ‘শ্লীলতাহানির পরে’

লেখকদের মধ্যে স্থান পেয়েছেন কল্লোল চক্রবর্তী,ডঃ শঙ্কর ঘোষ, দিব্যেন্দু দে, রামেশ্বর চট্টোপাধ্যায়, সাগ্নিক মুখোপাধ্যায়, গার্গী লাহিড়ী, মৌমিতা রায়চৌধুরী, কুনাল ঘোষ, সঞ্জীব কুমার জানা, সৈকত ভট্টাচার্য, ডঃ বুদ্ধদেব বন্দোপাধ্যায়, সাধনা ব্যানার্জী, চন্দন কুমার চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বিশ্বাস, কুশল সেন,অরিজিৎ ভট্টাচার্য্য, সন্ধ্যা ভট্টাচার্য,পরি তোষ মাহাতো,জ্যোতিরিন্দ্র চক্রবর্তী,শুভম মিত্র এবং পরমানন্দ চৌধরী।

উত্তমকুমার ও স্বর্ণযুগ পত্রিকায় মহানায়কের সাথে চলচিত্রের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের নানান দুষ্প্রাপ্য ছবি সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। ছোট্ট পরিসরের মধ্যেও সুন্দর একটি পত্রিকার প্রকাশ যার মূল্য দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়।

পত্রিকাটির বিনিময় মূল্য মাত্র দুশো টাকা। পরিশেষে বলা যায়, উত্তমকুমার ও স্বর্ণযুগ পত্রিকাটি সবার হৃদয়ে যে স্বল্প সময়ের মধ্যে স্থান করে নিতে পারবে, তার প্রমাণ পত্রিকাটির সম্পাদকদ্বয় ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here