পল্লব দাস,বীরভূমঃ
ব্রাহ্মণী তীরে শান্তির আলয় বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ।রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বীরভূম-রাঙামাটির অমোঘ আকর্ষণে প্রতিবছর ছুটে যায় অনেক মানুষ।বীরভূমে অসংখ্য মেলা অনুষ্ঠিত হয়,এর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ শান্তিনিকেতনের পৌষমেলা।এই জেলাকে লোকসংস্কৃতির একটি পীঠস্থান বললে ভুল হবে না।এখানে অনেক কবিয়াল,কীর্তনীয়া ও অন্যান্য লোকসংস্কৃতি গোষ্ঠীর বসবাস লক্ষ্য করা যায়।বীরভূমে অনেক কবির জন্ম হয়, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জয়দেব, জ্ঞানদাস ও চন্ডীদাস। নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টির গরিমাতেই নয় এই জেলায় আছে আরো বহুবিধ বৈচিত্র । বৈষ্ণব শাক্ত শৈব সব দেবতার উপাসক এই জেলার গ্রাম গুলিতে বিদ্যমান।নলহাটি বীরভূম জেলার অন্যতম একটি শহর,এখানে রয়েছে একান্ন সতীপীঠের একটি।এই শহরের দক্ষিণে শেষ সীমানায় রয়েছে একটি মনোরম স্থান।ব্রাহ্মণী নদীর পাশে প্রায় দেড় একর জায়গা জুড়ে অবস্থিত মঠটির নাম ‘মহানিরবাণ মঠ’। অনেকেই এই মঠটিকে নিত্যগোপাল মঠ বলে থাকেন।চারদিকে সবুজে সুশোভিত অঞ্চলটি সত্যিই যেন শান্তির আলয়।মঠ প্রাঙ্গনের বিভিন্ন ফুল ও ফলের গাছ রয়েছে।বাংলা ১৩৩২ সালে মহারাজ শ্রী শ্যামসুন্দরানন্দ অবধূত এই মঠ প্রতিষ্ঠা করেন তাঁর গুরু শ্রীনিত্য গোপাল এর নামে।মঠ কর্তৃপক্ষ জানান সন্ন্যাসী ও সেবায়িত নিয়ে প্রায় দশ জন সারা বছর এখানে থাকেন।বাইরে থেকে অনেক সংখ্যায় ভক্তরা আসেন উৎসবের সময়।বর্তমানে নিত্যযোগানন্দ অবধূত এই মঠের দায়িত্বে আছেন।তিনি জানান ‘অবধূত’ একটি সম্প্রদায় যাঁরা সমস্ত ধর্মের সমন্বয় সাধন করেন।এখানে হিন্দু , মুসলিম সব জাতির মানুষ আসেন আর মঠের ভক্ত দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের সময় কাজ করেন।সারা বছর স্থানীয় মানুষ মঠের বাগান মাঠ জমি দেখাশোনা করেন। মাঘী কৃষ্ণ সপ্তমীর দিন উৎসব হয় মঠে কীর্তন, পালাগান যাত্রা ইত্যাদির আয়োজন করা হয়।মঠের নিজস্ব জমিতে চাষ হয় ফসল,চাষ হয় ধান ও তিল।মঠ কর্তৃপক্ষ এখানে ছোটদের পড়াশুনা করার জন্য খাতা পেন দেন , দুস্থদের সেবার জন্য দাতব্য চিকিৎসালয় আছে।উৎসবের সময় দান করা হয় বস্ত্র।
শহরের ব্যস্ততা আর শোরগোল থেকে বেরিয়ে এই জায়গা যেন স্বর্গসম।জাতি ধর্ম নির্বিশেষে এখানে এক অনন্য সৌভাতৃত্ববোধ লক্ষ্য করা যায় । সারাদেশ যখন জাতপাত ধর্ম নিয়ে সংকোচনমুখী সভ্যতার কাঁটা বহন করছে , বীরভূম জেলার ছোট্ট যোগধারী গ্রাম এর এই মঠটি হয়ত ভাতৃত্ববোধের এরকম কিছু দৃষ্টান্ত তৈরি করছে।
আরও পড়ুনঃ প্রবল বর্ষণ,ধর্মঘটে জনমানব শূন্য আলিপুরদুয়ার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584