রেল দুর্ঘটনা ভেবে গিয়ে দেখে মহড়া মালদহ স্টেশনে

0
85

নিজস্ব প্রতিবেদক,মালদহঃ

ঘড়ির কাটায় সকাল নয়টা,মেডিক্যাল কিট থেকে ট্রেচার নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ছোটাছুটি শুরু করেছেন জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বলের কর্মী আধিকারীক থেকে রেল কর্তারা। তাঁদের এমন তৎপরতা দেখে চমকে উঠেছিল মালদা টাউন স্টেশন সংলগ্ন ডিজেল সেড এলাকার বাসিন্দা থেকে পথচারীরা। রেল লাইনের উপর একটি কামরার উপর আর একটি কামরা উঠে গিয়েছে।

ছবিঃঅভিষেক দাস 

সেই দিকেই ছুটছেন সকলে উদ্ধার কাজে। যা দেখে ভিড় জমতে থাকে উৎসাহি জনতার। বিপর্যয় বাহিনী ও রেল কর্মীরা লাইনচুত্য হওয়া কামরায় হাত লাগায় উদ্ধার কাজে। প্রথমে সকলে ভেবেছিলেন রেল দূর্ঘটনা ঘটেছে। কিছু সময় কাটতেই বিষয়টি পরিষ্কার হয় সকলের কাছে। আসলে এটি রেল দূর্ঘটনা নয় দূর্ঘটনা মোকাবিলার মহড়া দেওয়া হচ্ছে।

ছবিঃঅভিষেক দাস

রেলের বিপর্যয় প্রতিক্রিয়া ও রেল কর্মীরা কতটা তৈরী রয়েছে তা পরীক্ষা করতে এদিন মালদা ডিভিশনের পক্ষ থেকে এই মহড়ার আয়োজন করা হয়। এদিনের এই মহড়ায় উপস্থিত ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম তনু চন্দ্রা সহ একাধিক আধিকারিকেরা। ডিআরএম তনু চন্দ্রা বলেন,রেলের কোন দূর্ঘটনা ঘটলে তা মোকাবিলায় কতটা তৎপর রয়েছে আমাদের কর্মীরা তার জন্য এই মহড়া।

ছবিঃঅভিষেক দাস

মেডিক্যাল টিম থেকে রিলিফ টিম তৈরী রয়েছে কিনা। তা দেখতে এই মহড়া। রেলের পক্ষ থেকে মাঝে মধ্যেই এমন করা হয়। এদিনের এই মহড়ার সমস্ত কর্মীদের নিয়ে মোট ৩০০ জন অংশ গ্রহন করেন। প্রায় পাঁচ ঘন্টা ধরে মালদা টাউন স্টেশনের ডিজেল সেডে চলে এই মহড়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here