নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃসাম্প্রদায়িকতা বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লকের প্রিয়া গ্রামে। উপস্থিত ছিলেন মাঝের্গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী দুর্গানন্দ সরস্বতী ও মৌলানা ওহিদ সাহেব।
শান্তির বার্তা পৌঁছে দিতে সাম্প্রদায়িকতাবিরোধী এক আলোচনা সভায় দুর্গাননদ সরস্বতী মহারাজ বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে বিবেকানন্দ মানুষ গড়ার জন্য একাধিক পন্থার কথা উল্লেখ করে গেছেন সেই সাথে বলেছেন মানসিক বিকাশ ঘটানোর একান্ত প্রয়োজন যেখানে মানুষ শান্তি পেতে পারে। বিবেকানন্দ বলেছেন হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা মানুষকে বিভেদ করে দেয়। মানুষ মানুষের জন্য কাজ করে যাওয়ার কথা বলেছেন বিবেকানন্দ। তাই আজ বিবেকানন্দ পথ আমাদের সামাজিক জীবনে ও দেশের স্বার্থে ভালো থাকার একমাত্র পথ তাঁর বাণী অবলম্বন করে মেনে চলা।
অন্যদিকেওহিদ সাহেব মৌলানা জানিয়েছেন যে কোরআন হাদিসে ইসলাম ধর্ম শান্তি ও মানবিকতার কথা বলা হয়েছে। জঙ্গিপনা কে বাদ রেখে মানুষ মানুষের উন্নয়নে কাজ করার কথা বলা হয়েছে ইসলাম ধর্মে। তাই জঙ্গিপনা ভুলে গিয়ে শান্তির বাতাবরণ তৈরি করতে হবে আমাদের দেশে আমাদের সমাজ ব্যবস্থায় তাহলেই আমরা ভালো থাকতে পারবো এ কথা ইসলাম ধর্মে পরিষ্কার করে বলা হয়েছে। প্রতিবছরের মতো এ বছরেও আজমিরের পীর খাজা মইনুদ্দিন চিন্তিত প্রয়াণ দিবস উপলক্ষে এই সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় শনিবার রাতে। এই আলোচনায় দুই হাজার দর্শক উপস্থিত ছিলেন মন্তেশ্বর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584