নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা কবলে গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারতেও জাঁকিয়ে বসেছে এই ভাইরাস। ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে জুলাইয়ের শেষ থেকে দেশে ক্রমশ কমতির দিকেই ছিল করোনা সংক্রমণ। আশাও দেখেছিল দেশ।
কিন্তু সেপ্টেম্বরের শুরু থেকেই ফের বাড়তে শুরু করেছে সংক্রমণের হার। দিনের পর দিন বেড়েই চলেছে দৈনিক করোনা সংক্রমণ। বিশ্বে ভারতই কোনও দেশ যেখানে একদিনে কোভিড আক্রান্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি। শনিবার ও রবিবার এই দুই দিনই ৯০ হাজার পেরিয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুনঃ এবার আইপিএলে করোনা দিল্লি দলে
পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে এক সপ্তাহে ছ’লক্ষ অ্যাক্টিভ কেস ধরা পড়েছে দেশে। রবিবার ব্রাজিলকেও টপকে গেল ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে যে তথ্য আছে সেখানে দেখা গিয়েছে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৪১ হাজার। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়েছেন মোট ৪২ লক্ষ।
আরও পড়ুনঃ করোনা পরীক্ষার জন্য প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, নির্দেশিকা কেন্দ্রের
রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গত দু’সপ্তাহে এই রাজ্য থেকেই কয়েক লক্ষ আক্রান্ত হয়েছে। অগাস্টের শেষে প্রাথমিকভাবে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ থেকে ১৪ হাজার হলেও রবিবার তা বেড়ে হয়েছে ২৩ হাজার। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এমনকী দিল্লিতেও আচমকা বেড়েছে সংক্রমণ।
হঠাৎ করে করোনার এমন বাড়বাড়ন্তের নেপথ্যে অবশ্য করোনা পরীক্ষার বৃদ্ধিকে রেখেছেন বিজ্ঞানীরা। দেশে করোনা পরীক্ষার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। দৈনিক ১০ লক্ষ কোভিড পরীক্ষা হচ্ছে। যদিও রবিবার সেই সংখ্যাটা কিছুটা কমেছে। করোনা পরীক্ষা হয়েছে ৭ লক্ষ ২০ হাজার জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584