বাল্যবিবাহ,পাচার সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন

0
37

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট, জেলা সমাজ কল্যাণ দপ্তর, জেলা প্রশাসনের অফিস, তমলুক পূর্ব মেদিনীপুরের তরফ থেকে জেলার বিভিন্ন ব্লকের অন্তর্গত বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গা বিভিন্ন স্কুলকে সচেতনতা শিবিরের জন্য বেছে নেওয়া হয়েছে। এই শিবিরে মূলত বাল্যবিবাহ, শিশু পাচারের মতো ঘটা বিভিন্ন যৌন অপরাধে ও নানা শিশু সম্পর্কীয় সমস্যার বিষয়ে সচেতনতা জাগ্রত করা।

human trafficking awareness campaign | newsfront.co
বাল্য বিবাহ, শিশুপাচার নিয়ে আলোচনা শিবির। নিজস্ব চিত্র

এই বিষয়ে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নং ব্লকের দীঘা দেবেন্দ্রনাথ জগবন্ধু শিক্ষা সদন এর ছাত্র, কন্যাশ্রী মেয়ে ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপার্সন ডক্টর দিলীপ কুমার দাস, জেলা সুরক্ষা আধিকারিক শ্রীমতী সঙ্গীতা সাহু, দীঘা দেবেন্দ্রনাথ জগবন্ধু শিক্ষা সদন এর প্রধান শিক্ষক শ্রী তাপস পাল।

human trafficking awareness campaign | newsfront.co
ছাত্র ছাত্রীরা। নিজস্ব চিত্র

এছাড়াও ছিলেন দীঘা থানার সেকেন্ড অফিসার অর্ণব ব্যানার্জি, রামনগর ১নং ব্লকের ব্লক ওয়েলফেয়ার অফিসার ইনচার্জ বিপ্লব দাস, জেলা শিশু সুরক্ষা ইউনিটের সমাজকর্মী সঙ্গীতা মণ্ডল ও বিবেকানন্দ লোক শিক্ষানিকেতন এর পরিচালিত বোধোদয় হোমের সুপার তাপস জানা প্রমূখ।

আরও পড়ুনঃ স্টেশনে এলেই জানা যাবে রোগ

জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন ডক্টর দিলীপ কুমার দাস বলেন,” আইনের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করা যায় ঠিকই। কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে সচেতনতা এলেই তবেই এই ধরনের একটি সমাজের ক্ষতিকারক দিক থেকে আমাদের কন্যা সন্তানদের বাঁচাতে পারবো।

এই সচেতনতা শিবিরের ফলস্বরূপ আগামী দিনে বাল্যবিবাহ কমবে বলে মনে করি। শিশু কল্যাণ কমিটি সর্বদা তোমাদের কাছে আছে।”

বিশেষত যৌন নিগ্রহ, বাল্যবিবাহ এসব বোঝার শিক্ষা দেওয়া হয় কর্মসূচিতে। জেলা সুরক্ষা আধিকারিক শ্রীমতি সঙ্গীতা সাহু বলেন, “যৌন হেনস্থা ইভটিজিং বাল্যবিবাহ নারী পাচার রুখতে স্কুলের এভাবে ছোট বয়স থেকে ছাত্রীদের সচেতন করা উচিত।” তবে স্কুলের এই উদ্যোগে খুশি যথেষ্ট অভিভাবকরাও।

ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশ্যে তিনি এও বলেন, ১৮ বছর বয়সের আগে কেউ বিয়ে করবে না, পড়াশোনা চালিয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রকমভাবে ব্যক্তিরা বাল্যবিবাহের কুফল নিয়েও বলেন তিনি। এমনকি, এই সামাজিক সমস্যা কিভাবে শিশুর পাচার, যৌন নির্যাতন পারিবারিক হিংসার শিকার করে অচিরেই নষ্ট করছে তাদের প্রতিভা।

আরও পড়ুনঃ বন্ধ হল বায়োমেট্রিক হাজিরা

শিশুদেরকে বড় হওয়া, নিজেদের পায়ে দাঁড়ানোর পথ বন্ধ করে পরিবারকে দুর্বল করছে, সে বিষয়েও আলোচনা করা হয়। ছাত্র ছাত্রীদের যৌন হেনস্থার বিরুদ্ধে পরিবারকে সজাগ থাকতে বলা হয়েছে।
যত দিন যাচ্ছে তত সামনে আসছে মেয়েদের নিরাপত্তাহীনতা। জেলা শিশু সুরক্ষার তরফে বাল্য বিবাহের বিষয়ে কুইজ ও প্রশ্নোত্তর মাধ্যমে বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের মধ্যে বাল্যবিবাহ তার সম্পর্কীয় প্রতিকার, প্রভাব বিষয়ে তথ্য জানানো হয় ।

এমনি দলগত পদ্ধতিতে শিশুদের মতামত সংগ্রহ করে তাদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বিষয়টির সম্পর্কে সতর্কতা নিয়ে তাদের নিজেদের করণীয় দিকগুলো তুলে ধরা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here