নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা সংক্রমণ অব্যাহত। তাই আবারও লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র সরকার। আগামী ১জুন সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে আংশিক লকডাউন। জানানো হয়েছে, বিধি নিষেধ জারি থাকলেও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে চার ঘণ্টার জন্য।
জরুরী ভিত্তিতে চলবে অটো, ট্যাক্সি, বাস। তবে ৫০শতাংশ যাত্রী নিয়ে চালু থাকবে গণপরিবহন ব্যবস্থা। এছাড়াও সেই রাজ্যে প্রবেশে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতমূলক করা হয়েছে।
Maharashtra Government extends the current COVID19 restrictions in the state till 7am on 1st June, to fight COVID19; negative RT-PCR report mandatory for those entering the state pic.twitter.com/jjccnpP6KV
— ANI (@ANI) May 13, 2021
বিবাহ অনুষ্ঠানে সর্বাধিক ২৫ জন জমায়েত হতে পারবে এবং দু’ঘন্টার মধ্যে শেষ করতে হবে অনুষ্ঠান, জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।
আরও পড়ুনঃ করোনা সংক্রমণে এবার কড়া লকডাউন প্রয়োজনঃ আইসিএমআর
উল্লেখ্য, এর আগে কোভিড রুখতে ১৫মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছিল উদ্ধব ঠাকরে সরকার। তারপর আজ জারি হল এই নির্দেশিকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584