রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
২৯ শে জানুয়ারী জলঙ্গীর সাহেবনগরে এন আর সি বিরোধী আন্দোলনে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তহিরুদ্দীন মন্ডলের ভাই মহিরুদ্দীন মন্ডলকে মুর্শিদাবাদের ইসলামপুর বাসষ্ট্যান্ড থেকে পালানোর সময় পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনার পর থেকেই তহিরুদ্দীন সহ সকলেই পলাতক ছিলো। আত্মগোপন করেছিলো মহিরুদ্দীনও। জলঙ্গী থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে গত রাতে ইসলামপুর বাসষ্ট্যান্ডে কোলকাতাগামী একটি বাস থেকে তাকে ধরে।
আরও পড়ুনঃ হাবিবপুরে উদ্ধার কার্তুজ, মদের বোতল
আজ তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হবে। প্রসঙ্গত এই ঘটনায় দায়ের করা দুটি পৃথক অভিযোগে এখনো পর্যন্ত ৬ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মূল অভিযুক্ত জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তহিরুদ্দীনের ছায়াসঙ্গী সাহেবনগর পঞ্চায়েত প্রধানের স্বামী মিল্টন শেখ ও হায়দার মোল্লা নামের ঘোড়ামারা গ্রামের এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়।
তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। বাকিরা এখনো পলাতক। মুর্শিদাবাদের পুলিশ সুপার অজিত সিং যাদব জানান, বিষয়টি নিয়ে পুলিশ অত্যন্ত তৎপর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে নিয়ম করে। তাদের মোবাইল ফোনও ট্র্যাক করা হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তদের সকলকেই ধরা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584