নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বর্তমানে দেশ জুড়ে লকডাউন জারি হওয়ায় করুণ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই অবলা পথ প্রাণীদের। দোকানপাট থেকে যান চলাচল সমস্ত কিছু একেবারে বন্ধ। ফলে অভুক্ত অবস্থায় দিন কাটছে রাস্তার পথ সারমেয়দের।
এমন পরিস্থিতিতে এবার অভুক্ত পথ সারমেয়দের মুখে খাদ্য তুলে দিয়ে নজির গড়লেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পুলিশ আধিকারিকরা। রবিবার রাতে মহিষাদল থানা এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে, পুলিশ এই পথ সারমেয়দের মুখে খাদ্য তুলে দেয়।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে পুরসভার উদ্যোগে অভিনব সচেতন বার্তা তমলুকে
গত বছর এন আর এসে কুকুরছানা হত্যাকাণ্ড নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হয়েছিল। সেই ঘটনার বিরুদ্ধে যথেষ্ট কড়া ব্যবস্থা নিয়েছিল রাজ্য প্রশাসন। আর এবার সেই সারমেয়দের মুখে খাদ্য তুলে দিতে এগিয়ে এল পুলিশ প্রশাসনই।
জানা যায়, এদিন রাতে মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাসের নেতৃত্বে, স্থানীয় প্রায় আড়াইশো কুকুরের মুখে খাদ্য তুলে দেওয়া হয়। তবে এ বিষয়ে পার্থ বিশ্বাস বলেন, “আজ আমরা মহিষাদল থানা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পথ কুকুরদের মুখে খাদ্য তুলে দিলাম। আগামী দিনেও আমরা এভাবে কাজ করার চেষ্টা করবো”।
তবে বর্তমান সময়েও পুলিশের এই মানবিকতার উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে পশুপ্রেমীরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584