প্রথা মেনে ঘট স্থাপন হলেও হালখাতার পূজো বন্ধ জিউয়ের মন্দিরে

0
118

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মঙ্গলবার বাংলা নববর্ষ। সকল বাঙালির কাছে এটি একটি অন্যতম শ্রেষ্ঠ পার্বণও বলা যেতে পারে। কিন্তু এবার এই পার্বণে ভাটা ফেলেছে নোভেল করোনা ভাইরাস। আর এই সংক্রমণের হাত থেকে দেশবাসীকে বাঁচাতে দেশ জুড়ে চলছে লকডাউন।

Rituals | newsfront.co
রীতি মেনে ঘট স্থাপন।নিজস্ব চিত্র

আর এরই মাঝে অন্য ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ির গোপাল জিউয়ের মন্দিরে। যেখানে প্রাচীন প্রথা মেনে মঙ্গলবার মহিষাদল রাজবাড়িতে নববর্ষের ঘট স্থাপন করা হয়। পাশাপাশি সকাল থেকেই চলে বিশেষ পূজোপাঠ। তাছাড়াও ভক্তদের জন্য আয়োজন করা হয় বিশেষ ভোগেরও।

Jew temple | newsfront.co
বন্ধ জিউয়ের মন্দির। নিজস্ব চিত্র

তবে বিগত বছরগুলোর মতো এই বছরে মানুষজনের কোন চিত্র পাওয়া যায়নি মন্দির চত্বরে। কারণ বর্তমানে কোভিড-১৯ ভাইরাসের ফলে প্রশাসনের তরফে ইতিমধ্যে এলাকায় কোন প্রকার জমায়েত বা ভিড় এড়ানোর জন্য মাইকিং করে বলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ যানবাহনের চাকা থেকে ছড়াতে পারে সংক্রমণ, আশংকায় জীবাণুনাশক স্প্রে ফালাকাটায়

Temple | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও মন্দিরের ভেতরে নিত্য পূজা-অর্চনা চলছে। তবে এদিন নতুন খাতা থেকে শুরু করে ব্যবসায়ী ভক্তদের ভিড়, মন্দির কমিটির পক্ষ থেকে এ বছর সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here