ভাতশালা শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধনে মহুয়া মৈত্র

0
90

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

এতদিন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ মারা গেলে সুদূর জেলা সদর অর্থাৎ বহরমপুরে নিয়ে যেতে হত সৎকার করার জন্য।আর সেটা ছিল অনেকটাই ব্যয় বহুল, যার জন্য অনেক দুঃস্থ পরিবারের সদস্যরা মৃতদেহ সৎকার করতে যেতে পারত না বহরমপুরে। তাই ডোমকলে ব্লকের ভাতশালার শ্মশানে কাঠ দিয়ে সৎকার কাজ সম্পন্ন করতে হতো যাতে অনেক সময় লাগত। তবে এবার থেকে সময় ও অর্থ দুইই বাঁচবে বলে মনে করছেন এলাকার মানুষ।

Mahua Maitra

দীর্ঘদিনের দাবি ছিল এই ভাতশালা শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির। সেই কথা মাথায় রেখে অবশেষে ভাতশালা শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির শুভ উদ্বোধন হল একঝাঁক জনপ্রতিনিধিদের উপস্থিতিতে। ডোমকল পৌরসভার ১৪ নং ওয়ার্ড -এর মধ্যে বিধায়ক জাফিকুল ইসলামের উদ্যোগে ভাতশালা শ্মশানে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে দোলের দিন পদ্মা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর

এদিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা সংসদ শ্রীমতি মহুয়া মৈত্র, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, এডিএম মলয় রায়, এসডিও রাজীব মন্ডল সহ বিডিও পার্থ মণ্ডল, ব্লক ও পৌরসভার বিভিন্ন আধিকারিকগণ। উল্লেখ্য, এই বৈদ্যুতিক চুল্লি পেয়ে এলাকাবাসীদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here