নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের তীব্র সমালোচনা করে বিবৃতি প্রকাশ করলেন রাজ্যের ৭৫ বিশিষ্ট ব্যক্তি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, শিক্ষাবিদ পবিত্র সরকার প্রভৃতি বিশিষ্ট। বিবৃতিতে মহুয়া মৈত্র মন্তব্যকে তারা অপরিণত ও প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য,পশ্চিমবঙ্গে আরো স্বচ্ছতার সাথে করোনা সংক্রান্ত তথ্যে প্রকাশ করতে এবং করোনা মোকাবিলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক পরামর্শ দিয়ে ১১ জন প্রবাসী চিকিৎসক সম্প্রতি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লেখেন।
Q: Ques for NRI docs
Yr adopted home UK & US have worst stats & worst handling of COVID despite devlpd econ
Poor govt comm, no PPE & supplies, health staff at risk
Why not write such letters to UK Health Secy/Trump/ state governors?
A: Much easier to become heroes here, right?— Mahua Moitra (@MahuaMoitra) April 25, 2020
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এই চিঠির প্রত্যুত্তরে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র টুইটারে ওই প্রবাসীদের উদ্দেশ্যে লেখেন,”আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি আপনারা যে সব দেশে কর দেন সেখানে মৃত্যুর হার ভারতের থেকে অনেক বেশি। সেখানকার গভর্নর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ব্রিটিশ স্বাস্থ্যসচিবকে চিঠি দিচ্ছেন না কেন? আপনারা যে যে দেশে আছেন সেখানেই কাজ করুন।” মহুয়া মৈত্র এহেন মন্তব্যের পর তীব্র সমালোচনার ঝড় ওঠে রাজ্যজুড়ে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584