সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রচার, এখন নীরব কেন প্রধানমন্ত্রী প্রশ্ন বিরোধীদের

0
72

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। অথচ এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে এখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়েই ক্ষোভ উগরে দিয়ে মোদীকে আক্রমণ করলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

Mahua Moitra | newsfront.co
ফাইল চিত্র

মঙ্গলবার গভীর রাতে নিজের টুইটার হ্যান্ডেলে মহুয়া লেখেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রচার চালিয়ে ২০১৯ সালে নির্বাচনে জিতেছিল বিজেপি। যার কোনও আসল প্রমাণ আমরা এখনও দেখিনি। এখন ভারত-চীন সংঘর্ষে শহিদ হওয়া ২০ জন ভারতীয় জওয়ান আমাদের দিকে তাকিয়ে আছেন, আর প্রধানমন্ত্রী নীরব।‘ সপ্তাহখানেক ধরে প্রতিবেশী দেশগুলি একইসঙ্গে যেভাবে ভারতের উপর চাপ তৈরি করছে, তা শেষ কবে হয়েছিল, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন মহুয়া।

শুধু মহুয়া নন, গালওয়ান উপত্যকায় চিনা সেনার নৃশংসতায় বিরোধীদের সম্মিলিত আক্রমণের মুখে পড়েছেন মোদী। রাহুল গান্ধী, পি চিদম্বরম-সহ বিরোধীদের একটাই প্রশ্ন, সংঘর্ষে কুড়িজন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। এরপরেও ভারতের প্রধানমন্ত্রী চুপ কেন? একটি টুইটবার্তায় রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী নীরব কেন? তিনি কী লুকোচ্ছেন? যথেষ্ট হয়েছে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতন মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

আমরা জানতে চাই কী হয়েছে। আমাদের সেনা জওয়ানদের হত্যার সাহস কীভাবে পায় চিন? আমাদের ভূখণ্ড দখল করার সাহস হয় কীভাবে?’ বিরোধী শিবিরের অধিকাংশের বক্তব্য, পাকিস্তানের সীমান্ত আগ্রাসন নিয়ে যেভাবে মন্তব্য করেন মোদী। এবার চিন যখন এমনটা করলো তখন সেইসব মন্তব্য তো দূর, চুপ করে আছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর এই নিরবতার কারণ কী? ২০ জন জওয়ানকে চিন হত্যা করার পরও বিদেশ মন্ত্রকের বিবৃতি যথেষ্ট ‘নরম’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here