বাসস্থানের আইনি অধিকারের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন পরিচারিকা সমিতির

0
158

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পরিচারিকাদের ক্ষেত্রে রেশন কার্ড না পাওয়া, রেশনে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী না পাওয়া, সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার সমস্যা, যারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত তাদের এই প্রকল্পের সুযোগ সুবিধা না পাওয়ার মত কিছু সমস্যা সমাধানের আর্জি নিয়ে এবং পরিচারিকাদের মধ্যে যারা মাথা গোঁজার অন্য কোন উপায় না পেয়ে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে মেদিনীপুর বা খড়্গপুর শহরের নিকটবর্তী খাস জায়গার উপর নিজেদের বাসস্থান বানিয়ে দিন কাটাচ্ছেন ।

protest rally | newsfront.co
প্রতিবাদ মিছিল ৷ নিজস্ব চিত্র

তাদের আইনি অধিকার দেওয়ার দাবিতে বুধবার সারা বাংলা পরিচারিকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসক এবং জেলা ভূমি ও ভূমি-সংস্কার দফতরের আধিকারিকের নিকট ডেপুটেশন দেওয়া হয় ।

এদিন, ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা কমিটির সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী, সহ-সম্পাদিকা ভবানী চক্রবর্তী সহ সমিতির ৫ জন সদস্য । এর আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক পরিচারিকার এক সুশৃঙ্খল মিছিল মেদিনীপুর রেল স্টেশন থেকে কেরানিতলা হয়ে জেলাশাসক দফতরে শেষ হয় ।

আরও পড়ুনঃ বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক শিবির চা বাগানে

জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভকারী সমবেত পরিচারিকাদের নিকট বক্তব্য রাখেন এআইইউটিইউসি’র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক পূর্ণ চন্দ্র বেরা । এছাড়া বক্তব্য রাখেন জয়শ্রী চক্রবর্তী, ভবানী চক্রবর্তী, কবিতা জানা, ঊষা রানা, ঝর্ণা জানা, প্রমুখ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here