নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করলো ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। অভিযুক্ত ধরা পড়েছে অত্যন্ত অদ্ভুত ভাবে। সিসিটিভি ফুটেজ দেখে রবিবার রাত থেকেই গোটা এলাকায় চিরুনি তল্লাসি শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ধৃত অভিযুক্ত আদতে একজন সুপারি কিলার। রবিবার খুনের পরে প্রথমে অনুপম দত্তের বাড়ির পিছনে এক বস্তিতে আত্মগোপন করে ছিল সে। পরে পুলিশের ভয়ে আশ্রয় নেয় বস্তি থেকে একটু দূরে থাকা হোগলা বনে। পরিকল্পনা ছিল, সময় সুযোগ বুঝে এলাকা ছেড়ে পালাবে। কিন্তু হোগলা জঙ্গলেই আগুন লাগিয়ে দেয় পুলিশ। প্রাণ বাঁচাতে সেখান থেকে বেরিয়ে আসে অভিযুক্ত আর তখনই তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই প্রথম অভিযুক্তকে জেরা করে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র-সহ ধরেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের জেরায় মূল অভিযুক্ত জানিয়েছে অনুপম দত্তকে খুনের জন্য সুপারি দেওয়া হয়েছিল তাকে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই ঘটনার পিছনে কোন রাজনৈতিক কারণ রয়েছে নাকি ব্যক্তিগত আক্রোশের জেরে কেউ অনুপম দত্তকে খুন করার বরাত দিয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুনঃ লখিমপুর খেরির পুনরাবৃত্তি! পুলিশকর্মী সহ ২৩ জনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন বিজেডি বিধায়ক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584