শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
চারবার নোটিশ দেওয়ার পর অবশেষে সিবিআই-এর জেরার মুখোমুখি হলেন কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত লালা। মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন অনুপ মাঝি ওরফে লালা। এই মামলায় তাঁকে চারবার নোটিশ দেয় সিবিআই। তবে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় আপাতত ৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত সপ্তাহেই এই মামলায় নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। তবে সিবিআই-কে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে লালাকে একথাও জানায় আদালত। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নতুন করে নোটিশ যায় লালার কাছে। ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়। মঙ্গলবার সেইমতো সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে এসে পৌঁছন তিনি। তাঁকে জেরার জন্য সবরকমভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছেন গোয়েন্দারা।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থীর কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ ধ্বনি বিজেপি কর্মীদের
গত ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার নেওয়ার পর থেকে মোট চারবার লালাকে নোটিশ দেয় সিবিআই। কিন্তু, প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। এরপর তাঁকে নাগালে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জারি করা হয় লুকআউট নোটিশও।
এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রভাবশালীকে জেরা করেছে সিবিআই। তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের জন্যও একাধিক নোটিশ জারি করেছেন তদন্তকারীরা। দিল্লি থেকে ইডি গ্রেফতার করেছে বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে। তাঁকে জেরা করে জানা গিয়েছে, কয়লাপাচারের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার ব্যবসা ছিল প্রায় ১৩০০ কোটি টাকার। এরমধ্যে প্রভাবশালীদের পিছনেই খরচ করা হয়েছে ৭৩০ কোটি টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584