নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
এটিএম প্রতারণার বড় সড় চক্রের নাগাল পাওয়ার পর তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশেষ দল ও সালার থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চক্রের মূল পাণ্ডা দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের বাসিন্দা শামীম লস্কর নামের এক দুষ্কৃতীকে, একই সাথে ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন গ্রাহকের খোয়া যাওয়া ১ লক্ষ ৩০ হাজার টাকা।
অভিযোগ ডায়মন্ড হারবারের ফুলেশ্বরের বাসিন্দা শামীম মুর্শিদাবাদের সালারে তার শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়ে বাইকে ভরতপুর ও সালার থানার বিভিন্ন নির্জন এটিএমে নজর রাখত ৷ বয়স্ক, প্রবীণ ও অনভ্যস্ত কার্ড ব্যবহারকারীদের সফট টার্গেট করে তাদের টাকা তুলে দেওয়ার সহোযোগিতার অছিলায় গোপন পিন নাম্বার জেনে নিয়ে তাদের নকল কার্ড ফেরত দিয়ে আসল কার্ডটি নিজের হাতে রাখত।
গ্রাহক চলে যাবার পর ঐ কার্ড ব্যবহার করে টাকা তুলে নিত। সম্প্রতি অলোক কুমার দাস নামের এক প্রবীণ ব্যবসায়ী ও অপর এক বৃদ্ধা মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন এটিএম ও দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, বাইকের নাম্বার থেকে তার পরিচয় উদ্ধার করে তাকে নজরে রাখা হয়।
আরও পড়ুনঃ সোনামুখীতে পুর স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
সম্প্রতি ডায়মন্ড হারবার থেকে সে শ্বশুরবাড়ি সালারে আবার প্রতারণা করার উদ্দেশ্যে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপরে তাকে জেরা করে উদ্ধার হয় খোয়া যাওয়া টাকা।
আরও পড়ুনঃ বিধাননগরে দুটি ট্রাকের সংঘর্ষে মৃত ১,আহত ১
আদালতে তুলে তাকে টি আই প্যারেডে শনাক্ত করার পর চক্রের বাকি সদস্যদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে বলে মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন।আজ প্রতারিত বেশ কয়েকজনের হাতে টাকা ফেরতও দিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584