বিধি মেনেই হবে তারাপীঠের কালীপুজো

0
166

পিয়ালী দাস, বীরভূমঃ

আগামীকাল কালীপুজো। প্রস্তুতি শেষ তারাপীঠে। করোনা অতিমারীর জেরে একগুচ্ছ বিধিনিষেধ রাখা হয়েছে মায়ের মন্দিরে। তবে মন্দিরের গর্ভগৃহে পূণ্যার্থীদের প্রবেশের অনুমতি মিলেছে তাও নিয়ম বিধি মেনে।

Tarapith Kali maa | newsfront.co
নিজস্ব চিত্র

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন,”এখনও মহামারীর প্রকোপ থেকে মুক্তি মেলেনি সাধারণ মানুষের। কিন্তু নির্দিষ্ট সময়ে মা তারার আরাধনা করতে হবে আমাদের। এবারের কালীপুজো তে প্রধান লক্ষ্য হচ্ছে, মা তারার ভক্তদের সুস্থ রাখা ও মায়ের দর্শন করতে দেওয়া।

মা তারার দর্শনে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সেটা নিয়মবিধি মেনে।সামাজিক দূরত্ব মেনে ভক্তরা লাইন দেবে। তারপর মা তারার গর্ভগৃহে প্রবেশ করবে একজন একজন করে, মায়ের দর্শন করে বেরিয়ে যাবে ।গর্ভগৃহে দাঁড়িয়ে পুজো দেওয়া যাবে না।”

আরও পড়ুনঃ বিহার জয়ের আবির উড়ল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়

পাশাপাশি মন্দির চত্বরে ভক্তরা জমায়েত না করে সেদিকে সজাগ নজর রাখা হবে। এবার মা তারার নিশিপুজো হবে পঞ্জিকা অনুযায়ী। কি কি নিয়মবিধি মানতে হবে পূণ্যর্থীদের তা মাইকে প্রচার করা হচ্ছে ।

একইভাবে বিধি নিষেধ রাখা হয়েছে বীরভূমের অন্যতম সতীপীঠ কংকালীতলাতে। মন্দিরের প্রবেশের মুখেই স্যানিটাইজার মেশিন। মুখে মাস্ক না থাকলে কোনোভাবেই মায়ের দর্শন মিলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সমস্ত রকম বিধিনিষেধ মেনে আরাধনা করা হবে। ইতিমধ্যে মা কংকালীর মন্দির প্রাঙ্গণে আগত পূণ্যার্থীদের সর্তক করতে লাগানো হয়েছে একাধিক সর্তকবার্তা।

আরও পড়ুনঃ করোনা ধাক্কায় দীপাবলিতেও মন্দা বাজার

মন্দিরের পূজারী বাসুদেব চৌধুরী জানিয়েছেন,”মহামারী পরিস্থিতির জেরে এবার ভক্তের সমাগম অন্যবারের তুলনায় কম হবে। যারা পুজো দিতে আসবেন তাদের কে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানতে হবে তবেই মায়ের দর্শনের অনুমতি মিলবে।”

বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন , “তারাপীঠের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে সবরকম পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজি পোড়ানো থেকে মানুষ যাতে বিরত থাকে সেজন্য আদালতের রায় মাইকে ঘোষণা করা হচ্ছে প্রতিটি থানা এলাকায়। পাশাপাশি জেলা পুলিশের সাইবার সেল কে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুয়ো অপপ্রচার নজরে এলেই কড়া পদক্ষেপ নিতে পারে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here