সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে ইদ পালন

0
65

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনার জেরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ীতেই ইদ পালন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। পবিত্র রমজান মাস কাটিয়ে সোমবার খুশীর ইদ পালন করলেন সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা।লকডাউনের কারণে মানুষের আনাগোনা, জমায়েত সব কিছুই বন্ধ। ভাঁটা পড়েছে আনন্দের উৎসবে। সরকারের পক্ষ থেকে মসজিদে নামাজ পড়া বা ইদগাহতে জমায়েত করে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে।

Eid namaj | newsfront.co
নিজস্ব চিত্র

নিজের বাড়িতেই নামাজ পড়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে সমস্ত মুসলিম ভাই ও বোনেরা বাড়ীতেই নামাজ পড়লেন। সাধারণত নামাজ শেষে সকলে সকলকে হাত মিলিয়ে শুভেচ্ছা জানিয়ে কোলাকুলি করে ইদ মোবারক জানায়। সেক্ষেত্রে বিধিনিষেধ থাকায় সকলে দূরত্ব বজায় রেখে ইদের শুভেচ্ছা বিনিময় করলেন।

আরও পড়ুনঃ আমপানে বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজে পাঠানো হল উত্তরবঙ্গ থেকে বিশেষ দল

সকলের বক্তব্য, ‘করোনার জেরে আজ আনন্দের দিনে উৎসব পালনে আমরা ব্যর্থ। যেভাবে তারা ঘুরে খাওয়া দাওয়া করে আত্মীয়দের বাড়ি গিয়ে আলোর রোশনাইয়ে চারিদিক সাজিয়ে ইদ পালন করেন আজ তারা তা করতে পারছেন না ঠিকই, তবে আগামী দিনে এই সমস্যা দূর হলে মানুষের মধ্যে খুশি ফিরে আসবে এমনটাই দোয়া করি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here