নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার ডালখোলা ভুট্টা কেনাবেচার জন্য প্রসিদ্ধ। কিন্তু এই শহরটি বিহার রাজ্যের পূর্ণিয়া ও কাটিহার জেলা লাগোয়া হওয়ায় করোনা পরিস্থিতিতে মরশুমের শুরুতেই ভুট্টা কেনাবেচা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবছরের মতো এবারও ডালখোলা সংলগ্ন বিহারের গ্রামগুলি থেকে প্রচুর পরিমাণ ভুট্টা আসবে। ইতিমধ্যেই কিছু আসতে শুরু করেছে। এই কাজ কয়েকদিনের মধ্যেই জোরকদমে শুরু হবে। ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহনে শ্রমিকরা এগুলি ওঠা-নামানোর কাজ করবেন।
আরও পড়ুনঃ লকডাউনের কারণে বাতিল স্বামীনাথের মেলা
বাসিন্দাদের আশঙ্কা, এক্ষেত্রে করোনা মোকাবিলার অন্যতম শর্ত সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। এর ফলে করোনা সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে পূর্ণিয়ার এক ফল ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রশাসন অবশ্য সামাজিক দূরত্ব মেনে কাজ করার জন্য ব্যবসায়ী, শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছে। বিষয়টির উপর তারা নজর রাখছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584