নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
গোটা দেশে নজির তৈরি করল আলিপুরদুয়ার লাগোয়া মাঝেরডাবরি চা বাগান। বিক্রিত চায়ের কেজি প্রতি ৫০ পয়সা কোভিড ফান্ডে সরকারি তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই চা বাগানের মালিকপক্ষ। চাবাগানের মালিকপক্ষ ‘রংপুর টি কোম্পানি লিমিটেড’ এই সংকটের সময় অর্থ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোভিড ফান্ডে দান করার সিদ্ধান্ত নিয়েছে। গোটা দেশে এই প্রথম কোনো ব্যবসায়িক সংস্থা লভ্যাংশের অংশ সরকারি ত্রাণ তহবিলে দান করছে।
শুক্রবার মাঝেরডাবরি চাবাগানে এক সাংবাদিক সন্মেলনে রংপুর টি কোম্পানি লিমিটেডের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাঝের ডাবরি চাবাগানের ম্যানেজার চিন্ময় ধর। এদিন সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, ‘২০১৯-২০ সাল থেকে এই বিক্রিত প্রতি কেজি চা পিছু ৫০ পয়সা করে আমরা কোভিডের সরকারি ত্রাণ তহবিলে দান করব। মোট অর্থের রাজ্য সরকারের ও বাকি অর্থ কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিলে দান করা হবে।
আরও পড়ুনঃ মাথাভাঙায় ভিড় বাড়ছে কেনাকাটায়, দোকান বন্ধ করলো মহকুমা প্রশাসন
বছরে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোভিড ত্রাণ তহবিলে দেওয়া হবে। যতদিন দেশে করোনা পরিস্থিতি থাকবে ততদিন এই চা কোম্পানি এই অর্থ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দান করবে।’ করোনায় যখন গোটা দেশ জর্জরিত তখন সরকারের পাশে দাড়িয়ে করোনা যুদ্ধে সামিল হয়ে ফের নজির তৈরি করল মাঝেরডাবরি চাবাগান কতৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584