নামী কোম্পানির মধুতে মিশছে চিনের চিনির সিরাপ বলছে রিপোর্ট

0
142

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এক তথ্য। নামকরা ও জনপ্রিয় কোম্পানির মধুতে মিশছে চিন থেকে আনা চিনির সিরাপ। ফলে মধুর গুণগত মান খারাপ হলেও ভালো দামে ভারতের বাজারে বিক্রি করা হচ্ছে । বেশিরভাগ নামী কোম্পানির মধুতেই মিলেছে ভেজাল।

honey | newsfront.co

আর এই ভেজাল আসছে চিন থেকে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট বা সিএসই-র প্রকাশিত এক রিপোর্ট জানাচ্ছে প্রায় ১০টি কোম্পানির মধুতে বেশি মাত্রায় ভেজাল মিলেছে। এর মধ্যে রয়েছে ডাবর, বৈদ্যনাথ, পতঞ্জলি, ঝান্ডু, হিটকারি, এপিস হিমালয়ার মতো কোম্পানিগুলি। প্রতিটি কোম্পানির মধু থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এই প্রত্যেকটা কোম্পানিই গুণগত মানের পরীক্ষায় পাশ করতে পারেনি।

আরও পড়ুনঃ প্রয়াত লাক্ষাদ্বীপের প্রশাসক

প্রতিটি কোম্পানির মধুতে মেশানো হচ্ছে চিন থেকে আনা চিনির সিরাপ। যর কারণে নিউক্লিয়ার ম্যাগনেটিক রিসোন্যান্স পরীক্ষায় পাশ করতে পারছে না এই কোম্পানির মধুগুলির গুণগত মান। শুধুমাত্র সাফোলা, মার্কফেডসোহনা ও নেচারস নেক্টর (দুটির মধ্যে একটি নমুনা) পরীক্ষায় পাশ করতে পেরেছে।

বেশ কয়েকটি ভারতীয় নামকরা সংস্থা চিন থেকে চিনির সিরাপ আমদানি করে মধুতে অত্যধিক পরিমাণে মেশাচ্ছে বলে জানিয়েছে রিপোর্ট। সিএসই জানাচ্ছে তিন ধরণের সিরাপ চিন থেকে আমদানি করা হচ্ছে। গোল্ডেন সিরাপ, ইনভার্ট সুগার সিরাপ, রাইস সিরাপ। এই তিন ধরণের সিরাপই মেশানো হচ্ছে মধুতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here