সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
মকরসংক্রান্তির পূণ্যস্নানের সাগরতীর্থে এক সাথে ডুব দিল লক্ষাধিক পুর্ণ্যার্থী। দেশ বিদেশের প্রায় ৩১ লক্ষ মানুষ মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণে সাগরে ডুব দিয়ে নিজেদের পাপ মোচন করল। সাগরতট হয়ে উঠল মিনি ভারত।
মাহেন্দ্রক্ষণের সময় অনুযায়ী ১৫ জানুয়ারি রাত ১.২৪ মিনিট থেকে শুরু হয় পূণ্য স্নানের সময়। এরপরেই সাগরতটে মাহেন্দ্রক্ষণে স্নান করার জন্য ভিড় জমতে থাকে পুর্ণ্যার্থীদের। মকরসংক্রান্তির পুণ্য স্নান ঘিরে একদিকে যেমন পুর্ণ্যার্থীদের পুজো,পুণ্যস্নান থেকে একাধিক পর্ব সারতে দেখা যায় তেমনই এসব ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল বেশ সক্রিয়।
আরও পড়ুনঃ কালিনগর গ্রামের শতাধিক শিশুর উপার্জনের উপলক্ষ্য গঙ্গাসাগর
পুর্ণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তার বলয় ছিল বেশ আঁটোসাটো। তবে এবারের পুণ্যস্নানের সময় শেষ হচ্ছে ১৬ তারিখ রাত ১২ টা ২৪ মিনিটে। ততক্ষণ চলবে সাগরে আসা পুর্ণ্যার্থীদের নিজেদের ভক্তির আরাধনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584