লোকসভা আসনে জাতীয় কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরীর প্রক্রিয়া শুরু

0
222

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Start the process of making the candidate list of Congress for loksabha election
নিজস্ব চিত্র

আগামী লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের লোকসভা আসনে প্রার্থী তালিকা তৈরীর প্রক্রিয়া শুরু করল জাতীয় কংগ্রেস।আজ তা নিয়ে জেলা কংগ্রেস ভবনে জেলা ও ব্লক নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করলেন এআইসিসি এর সম্পাদক শুভঙ্কর সরকার।এদিন কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন খাঁন, কার্যকরী সভাপতি শম্ভু চ্যাটার্জী,যুব কংগ্রেস নেতা অনিল শিকারিয়া, কুনাল ব্যানার্জী, মহিলা কংগ্রেস নেত্রী মান্তু আহমেদ, ছাত্রপরিষদ সভাপতি মোহম্মদ সাইফুল সহ অন্যান্য ব্লক নেতৃত্বদের নিয়ে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়।পরে শুভঙ্কর বাবু সাংবাদিকদের জানান, এরাজ্যের মানুষ বর্তমানে কংগ্রেসের অভাব অনুভব করছে।তাই ২০১৯ এ ক্ষমতায় আসবে কংগ্রেস।দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী নির্দেশ দিয়েছেন জেলাস্তরে ব্লকস্তরের সাধারণ কর্মীদের নিয়ে কংগ্রেস নেতৃত্বরা বৈঠক করবেন।

Start the process of making the candidate list of Congress for loksabha election 3
এআইসিসি সম্পাদক শুভঙ্কর সরকার। নিজস্ব চিত্র

কর্মীদের মতামতের মাধ্যমে আগামী লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরী করবে কংগ্রেস।যেসব কর্মীরা প্রতিদিন দলের কার্যকলাপে যুক্ত থাকবে প্রার্থী হিসেবে তাদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ লোকসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন বিজেপি নেত্রী রূপা

কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব থেকে রাজ্য ও জেলা স্তরের নেতারা দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতেই জেলায় জেলায় এই ধরনের বৈঠক শুরু করেছে বলেই মনে করছেন কংগ্রেস কর্মী সমর্থকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here