আইস্ক্রীমের কাঠির উপর চারজন মনীষীর ছবি এঁকে বিশ্ব রেকর্ড মলয় ঘোষের

0
143

মোহনা বিশ্বাস, হুগলীঃ

সবচেয়ে কম সময়ে আইস্ক্রীমের কাঠির উপর ছবি এঁকে বিশ্ব রেকর্ড গড়লেন শিল্পী মলয় ঘোষ। হুগলী জেলার তারকেশ্বরের বাসিন্দা মলয় ঘোষ তাঁর অসামান্য কৃতিত্বর জন্য ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে স্থান পেলেন।

statue | newsfront.co
রেকর্ড সৃষ্টিকারী ছবি ৷ নিজস্ব চিত্র

একটি ১১.৩ সেমি, ১.১সেমির আইসক্রীমের কাঠির উপর চারজন মনীষীর ছবি আঁকেন মলয়, যা সম্পূর্ণ করতে তাঁর সময় লেগেছে মাত্র ২০ মিনিট। ইন্টারন্যাশনাল বুক অফ রেকের্ড অনুযায়ী এটি এখনও পর্যন্ত সবচেয়ে কম সময়ে একটি আইস্ক্রীম কাঠির উপর আঁকা বিশ্বের সব থেকে দ্রুততম ছবি।

certificate | newsfront.co
শংসা পত্র ৷ নিজস্ব চিত্র

শিল্পী মলয় ঘোষ জানান, তিনি ছোট থেকেই চিত্রকলা নিয়ে বেড়ে উঠেছেন। পরবর্তীকালে তিনি কলকাতার ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট স্কুল থেকে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তাঁর আঁকা বহু ছবি বিভিন্ন সময়ে বিভিন্ন আর্ট গ্যালারীতে প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুনঃ বালুরঘাটে দুধের সরে মনীষীদের ছবি এঁকে রেকর্ড জাহ্নবীর

২০১৮ সালে তিনি স্পেশ্যাল মেরিট অ্যাওয়ার্ড পান। এরপর ২০২০ তে আই সি সি আর-এর থেকে মাস্টার অ্যাওয়ার্ড পান শিল্পী। চলতি বছরেই রাইস ও সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্পেশাল জুরী অ্যাওয়ার্ডে সম্মানিত হন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here