নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে করোনায় আক্রান্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শনিবার রাতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের লালারসের নমুনার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপরেই রাতেই তাঁকে অ্যাম্বুলেন্স করে মালদহ থেকে কলকাতায় আনা হয়।
শুক্রবার জেলার অন্য এক সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিকের লালারসের নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়েছিল৷ তাঁর শরীরে কোনও উপসর্গ না থাকায় তাঁকে মালদহ শহরের তিন নম্বর সরকারি কলোনি এলাকায় নিজের ভাড়াবাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে ৷ বর্তমানে তিনি ভালোই রয়েছেন৷ তাঁর বাড়ির এলাকা কনটেইনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করেছে প্রশাসন৷ রবিবার জেলা সিএমওএইচ দফতর জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে মালদহ জেলা প্রশাসনের কোন আধিকারিক মুখ খুলতে চেননি।
আরও পড়ুনঃ প্রকাশ্যে দাঁতন থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি বিজেপি নেতা সায়ন্তনের
অন্যদিকে, ফের পাঁচজন সংক্রামিত হয়েছেন কালিয়াচকে। এরমধ্যে একজন কালিয়াচক থানার সিভিক ভলান্টিয়ার রয়েছেন। তাঁর বাড়ি কালিয়াচকের সুলতানগঞ্জ গ্রামে। ওই সিভিক ভলান্টিয়ার সহ মোট কালিয়াচক থানার তিন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হলেন। সে ছাড়া আরও একজন আক্রান্ত হয়েছেন মালদহের অমৃতি এলাকার। বাকি তিন জনের মধ্যে ২ জন গৃহবধূ রয়েছেন। তাঁদের একজনের বাড়ি রাজনগর গ্রাম পঞ্চায়েতের কাঠালবাড়ি এলাকায়। অপর মহিলার বাড়ি সিলামপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584