বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা মালদহ জেলা বইমেলার

0
219

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

Malda district book fair started in a colorful rally
নিজস্ব চিত্র

বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে শুরু হল ৩০তম মালদা জেলা বইমেলা ও প্রদর্শনী।বুধবার দুপুর দুটো নাগাদ,মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে বর্ণাঢ্য মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান বইমেলার উদ্বোধক বিশিষ্ট কবি শ্রীজাত। এছাড়াও মিছিলে অংশ নেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক অম্লান ভাদুড়ী, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, অতিরিক্ত জেলা শাসক অরুন কুমার রায়, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ অন্যান্য অতিথিরা। জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই মিছিলে অংশ নেয়। এছাড়া বিভিন্ন সংগঠন, এনজিও ও প্রতিষ্ঠান এই মিছিলে পা মেলান। বৃন্দাবনী ময়দান থেকে বর্ণাঢ্য মিছিল শুরু হয় এবং মিছিল সারা শহর পরিক্রমা করে মালদা শহরের পুরাটুলি সদরঘাট এলাকায় বড় শিব মন্দিরমেলা ময়দানে শেষ হয়।

Malda district book fair started in a colorful rally
নিজস্ব চিত্র

সেখানে ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে সাদা পায়রা উড়িয়ে এবং উদ্বোধনী সংগীতের মাধ্যমে ৩০ তম মালদা জেলা বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত তথা বাংলা বিখ্যাত বিশিষ্ট কবি শ্রীজাত গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে থেকে সকল অতীথিরাই সহযোগিতা করেন।
বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক অম্লান ভাদুরী জানিয়েছেন, ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। তিনি বলেন, একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস এই সদরঘাট এলাকা দিয়ে মালদা শহরে প্রবেশ করেছিলেন সেই কারণে ২৩ তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। তিনি জানান, ১৭০টি বুক স্টল তৈরি করা হয়েছে ৩০ তম বইমেলায়। সাধারণ স্টল থাকবে ৬০টি । মেলার প্রতিদিন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে বইমেলায়।
জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান, বইমেলা শুরু হবে এই বছর নতুন জায়গায় বইমেলা শুরু হয়েছে তিনি প্রত্যেক গ্রন্থ প্রেমীদের বই মেলায় আমন্ত্রণ জানান।
উদ্বোধক বিশিষ্ট কবি শ্রীজাত জানান, মালদা এসে তিনি আপ্লুত। বইয়ের মাধ্যমে বা ট্যাবের মাধ্যমে যেভাবেই পড়াশোনা হোক তাতেই তিনি খুশি। যেভাবে মানুষ এই বর্ণাঢ্য মিছিলে পা মিলানোর জন্য সামিল হয়েছেন তা দেখে তিনি বলেন এই বিশালাকার বইমেলা নিজেই মানুষের জন্য বার্তা দিয়েছে। শিলচরের ঘটনা নিয়ে তিনি বলেন, সেটি একটি বিক্ষিপ্ত ঘটনা ছিল। বইয়ের জন্য হাঁটা বই পড়া এবং এরকম অনুষ্ঠানে আসা এটাই হচ্ছে স্বাভাবিক। তাই তিনি জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: কোচবিহারে চুড়ান্ত ভোটার তালিকায় বৃদ্ধিতে এগিয়ে পুরুষ ভোটার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here