নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
আবারও মানবিকতার পরিচয় দিলো মালদহ জেলা পুলিশ। বেহাল রাজ্য সড়ক মেরামতির কাজে হাত লাগালো পুলিশ কর্মীরা। রাজ্য সড়কে থাকা গর্তে ইট দিয়ে ভরে গাড়ি চলার উপযুক্ত ব্যবস্থা করল মালদহ জেলার ইংলিশ বাজার থানার মিলকি ফাঁড়ির পুলিশ। মালদহ মানিকচক রাজ্য সড়ক বেহাল দশায় রয়েছে।
ইতিমধ্যেই টেন্ডার হয়েছে কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। তার মধ্যেই মিলকি থেকে মালদহ শহরের যাতায়াতের রাজ্য সড়কে ছোটো বড়ো গর্তে পরিণত হয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় পথ দুর্ঘটনা। রাজ্য সড়ক জুড়ে বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত থাকায় ও বৃষ্টিতে জল জমে থাকায় বিভিন্ন রকম যানবাহন, গাড়ি, অ্যাম্বুলেন্স শহর থেকে আসতে ও যেতে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে জন সাধারণকে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
এই অবস্থায় সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন মিলকি পুলিশ ফাঁড়ির কর্মীরা। মিলকি ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ কর্মীরা সোমবার সকাল থেকে রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় গর্ত গুলো ইট দিয়ে ভরে দিয়ে চলাচলে উপযুক্ত করে তোলে তারা। রাস্তা মেরামতির কাজে হাত লাগান ওসি মনিরুল ইসলাম সহ পুলিশকর্মীরা ও সিভিক ভলেন্টিয়ারা। নিজেদের প্রচেষ্টায় এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584