নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
প্রায় ৭০০ গ্রাম ব্রাউন সুগার-সহ অন্তঃরাজ্য পাচার চক্রে এক মহিলা-সহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশের বিশেষ টিম। শনিবার বিকেলে মালদা ও মুর্শিদাবাদ জেলার তিন জায়গায় হানা দিয়ে পুলিশ ধৃতদের গ্রেফতার করে। ৭০০ গ্রাম ব্রাউন সুগার-সহ নগদ ১০ লক্ষ ৭০ হাজার ৭৫০ টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা হল কৌসর আলি, হাকিমুদ্দিন ও সাব্বির আলি। এদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। সানিউল শেখ ও ফারিদা বিবির বাড়ি মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জ।
গোপন সুত্রে খবর পেয়ে শনিবার বিকেলে মালদা জেলা পুলিশের একটি টিম হানা দেয় বৈষ্ণবনগর থানা এলাকায়। সন্দেহজনক একটি বোলেরো গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার করে ৬১৮ গ্রাম ব্রাউন সুগার। গাড়ির চালক কৌসর আলিকে পুলিশ গ্রেফতার করে।
জিঞ্জাসাবাদ করে জানা যায়, অভিযুক্তরা কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছিল। দীর্ঘ প্রায় ছয় মাসের পরিকল্পনা এই থেকে এই পাচার চক্রের। মালদা থেকে মুর্শিদাবাদ হয়ে উড়িষ্যায় মাদক পাচার করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। ধৃতের কাছ থেকে জানতে পারা গিয়েছে, এ দিন পুলিশের একটি দল হানা দেয় মুর্শিদাবাদের মোড়গ্রাম ও অপর একটি দল হানা দেয় কালিয়াচকের সুলতানগঞ্জে।
মোড়গ্রাম থেকে সাব্বির আলি ও হাকিমুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। সুলতান গঞ্জে সানিউল শেখের বাড়িতে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ৬৩ গ্রাম ব্রাউন সুগার। এছাড়াও বাড়িতে হানা দিয়ে উদ্ধার করে প্রায় ১০ লক্ষ ৭০ হাজার ৭৫০ টাকা। ব্রাউন সুগারের প্রচুর প্যাকেট ও একটি ওজন করার যন্ত্র সংগ্রহ করেছে পুলিশ।
আরও পড়ুনঃ গোপন অভিযানে উদ্ধার ২২ কেজি গাঁজা
পুলিশ সুত্রে জানা গিয়েছে, নগদ টাকাগুলি ব্রাউন সুগার বিক্রির টাকা, তাই পুলিশ সেটি বাজেয়াপ্ত করে। এছাড়াও আরও দুই জনের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া বলেন, জেলা পুলিশের এটি একটি বড় সাফল্য। আন্তঃরাজ্য পাচার চক্রের মূল পান্ডা-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সোশাল মিডিয়াতে বিজ্ঞপ্তি দেওয়ার পরেই এমন সাফল্য মিলেছে। সাধারণ মানুষ আমাদের ভাল সাহায্য করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584