মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পেল নির্মল’ সার্টিফিকেট

0
133

হরষিত সিংহ,মালদহঃ

ক্ষণিকের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে কর্তৃপক্ষের ভুয়সী প্রশংসা করলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান নির্মল মাজি।মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মেডিকেলের বিভিন্ন বিভাগ থেকে রোগীদের খাবারের মান পরীক্ষা করে দেখেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন মেডিকেল কর্তৃপক্ষ থেকে চিকিৎসকেরা।

ছবিঃঅভিষেক দাস

সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর থেকে ফেরার পথে গাজোল গ্রামীন হাসপাতাল পরিদর্শন করেন চেয়ারপার্সন নির্মল মাজি। গাজোল গ্রামীন হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। মঙ্গলবার সকালে মালদহ মেডিকেল কর্তৃপক্ষকে নিয়ে প্রথমে মাতৃমা-এ পরিদর্শনে যান।এদিন উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অমিত দাঁ, ডেপুটি সুপার জ্যোতিষচন্দ্র দাস ও শিশু চিকিৎসক সহ আনান্য চিকিৎসকেরা। মাদার অ্যান্ড চাইল্ড হাবে বেশ কয়েকজন মায়ের সঙ্গে কথা বলেন তিনি। কোলে তুলে নেন চিকিৎসাধীন শিশুদের। সেখান থেকে হাসপাতালের রোগীদের রান্নাঘরে গিয়ে সমস্ত খাবার পরখ করে দেখেন।হাসপাতাল পরিদর্শনের পর সংবাদমাধ্যমকে নির্মলবাবু বলেন, দ্রুত মেডিকেলে ট্রমা পরিষেবা চালু হবে।

ছবিঃঅভিষেক দাস

এর আগেও কয়েকবার তিনি এই হাসপাতাল পরিদর্শনে আসেন। সেই সময় তাঁর কাছে রোগী ও তাঁদের পরিজনরা বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু এদিন তিনি রোগী ও প্রসূতির সঙ্গে কথা বলেছেন। কেউ তাঁর কাছে ক্ষোভ প্রকাশ করেননি।হাসপাতালের রান্নাঘরও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের মানও অত্যন্ত ভালো। সব দেখে তিনি আনন্দিত। এসবই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের ফল।মালদা মেডিকেলে কর্মীর অভাব অনেকটাই কমেছে। যেটুকু অভাব রয়েছে, সেটাও খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here