মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে মালদহ পুলিশের দান, সাড়ে দশ লক্ষেরও বেশি

0
80

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনার মোকাবিলায় মালদহ জেলা পুলিশ প্রশাসন রাস্তায় নেমে লড়াইয়ে সামিল। একদিকে তারা রাস্তায় মানুষকে করোনা মোকাবিলায় সরকারী বিধিনিষেধ মানার জন্য আবেদন করছেন, আবার অন্যদিকে অসহায় আর্ত মানুষের সেবায় তার এগিয়ে এসেছেন। এবার জেলা পুলিশ প্রশাসন করোনা মোকাবিলায় সমগ্র রাজ্যের পাশে দাঁড়াল।

police officer | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে ১০ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকার আর্থিক অনুদান জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে তুলে দেওয়া হল। মালদহ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া এই আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এমএসভিপিকে বদলির নির্দেশ

এ ব্যাপারে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, আমাদের পুলিশ বাহিনীর সমস্ত স্তরের কর্মীরা করোনা মোকাবিলায় নিজ নিজ সামর্থ অনুযায়ী আর্থিক সহযোগিতা করেছেন। তাদের এই অনুদানের ফলে এদিন আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকার চেক তুলে দিলাম জেলা শাসকের হাতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here