হোম কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের বিষয়ে কড়া হচ্ছে মালদহ পুলিশ

0
41

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা যাতে হোম কোয়ারেন্টাইনের বিধি নিষেধ মেনে চলেন, তার জন্য নজরদারি বাড়াল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

malda police | newsfront.co
নিজস্ব চিত্র

শ্রমিকদের সতর্ক করতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে এলাকায় যারা যত্রতত্র ঘুরে বেড়াবেন তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্লক প্রশাসন জানিয়েছে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একাধিক গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের একাংশ যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন।

ফলে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশ ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ ৩৬৭ বোতল ফেন্সিডিল জাতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার, গ্রেফতার ১

গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই টাস্ক ফোর্স -এর সদস্যরা গ্রাম সংসদগুলিতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের উপর নজরদারি চালাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য কর্মীদেরও এই কাজে লাগানো হয়েছে এদিন।

ভিন রাজ্য থেকে আসা এলাকার শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করতে তাদের তালিকা তৈরি করে প্রশাসনকে দিচ্ছেন স্বাস্থ্য কর্মীরা।

হরিশ্চন্দ্রপুর ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, হোম কোয়ারেন্টাইন অমান্য করলে পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে মালদহে ১০ জন করোনা আক্রান্তের হদিস মিলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here