লকডাউনে কড়া মালদহের পুলিশ প্রশাসন

0
112

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লকডাউন কার্যকর করতে কড়া পদক্ষেপ করেছে মালদহ জেলা পুলিশ। এখনও পর্যন্ত মালদহে সাড়ে চারশো জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে।

police super | newsfront.co
পুলিশ সুপার। নিজস্ব চিত্র

কিন্তু প্রতিদিন জেলার বিভিন্ন বাজারে ভিড় উপচে পড়ছে। অকারণে বাড়ির বাইরে ঘুরতে দেখা যাচ্ছে অনেককে। পুলিশ সূত্রের খবর, ২৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারায় একশো নয়টি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ আর কোন তথ্য নয় কেন্দ্রীয় প্রতিনিধি দলকেঃ মুখ্যসচিব

প্রায় সাড়ে চারশো জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউন অমান্য করায় দেড়শোটি মোটর বাইক আটক করা হয়েছে।

পঞ্চাশটির বেশি টোটো আটক করা হয়েছে। জেলার ইংরেজবাজার থানা ও কালিয়াচক থানায় সবথেকে বেশি মামলা রুজু করা হয়েছে। যদি সামাজিক দূরত্ব বজায় না রেখে কেউ ব্যবসা করেন তবে তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে । এখনও পর্যন্ত জেলার প্রায় সব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ হচ্ছে । তবে সকলকে আরও সচেতন হতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here